Web Analytics

ঢাকা মাদ্রাসা-ই-আলিয়ায় সাংবাদিক ও ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফাঁসির রায় উপলক্ষে আয়োজিত শোকরানা মাহফিলে এ হামলার ঘটনা ঘটে। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এক যৌথ বিবৃতিতে হামলাকে ন্যক্কারজনক ও অমানবিক বলে নিন্দা জানান। তারা অভিযোগ করেন, ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল বহিরাগত সন্ত্রাসীদের এনে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর বিনা উসকানিতে হামলা চালায়। এতে ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কালের কণ্ঠ ও বিটিভির সাংবাদিকরা আহত হন। আহতদের মধ্যে ছাত্র সংগঠনের বিভিন্ন নেতাও রয়েছেন। বিপ্লবী ছাত্র পরিষদ হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলে, এ হামলা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আতঙ্ক সৃষ্টির একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।