Web Analytics

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে। তিনি জানান, সরকার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সদ্য নিয়োগপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাতে আসন্ন নির্বাচন, শ্রম আইনের সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ–যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ইউনূস বলেন, নির্বাচন হবে স্বচ্ছ ও উৎসবমুখর, যেখানে ইউরোপীয় ইউনিয়নের বিপুলসংখ্যক পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। তিনি আসিয়ান সদস্যপদ অর্জন ও সার্ক পুনরুজ্জীবনের উদ্যোগের কথাও তুলে ধরেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে যারা বিজয়ী হবেন, তাদের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। আলোচনায় বাণিজ্য অগ্রগতি, রোহিঙ্গা সহায়তা এবং সাম্প্রতিক মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বিষয়েও কথা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।