Web Analytics

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে। তিনি জানান, সরকার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সদ্য নিয়োগপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাতে আসন্ন নির্বাচন, শ্রম আইনের সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ–যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ইউনূস বলেন, নির্বাচন হবে স্বচ্ছ ও উৎসবমুখর, যেখানে ইউরোপীয় ইউনিয়নের বিপুলসংখ্যক পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। তিনি আসিয়ান সদস্যপদ অর্জন ও সার্ক পুনরুজ্জীবনের উদ্যোগের কথাও তুলে ধরেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে যারা বিজয়ী হবেন, তাদের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। আলোচনায় বাণিজ্য অগ্রগতি, রোহিঙ্গা সহায়তা এবং সাম্প্রতিক মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বিষয়েও কথা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!