বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, চলমান অস্থিরতার মাঝে কিছু রাজনৈতিক ব্যক্তি বিভিন্ন দাবি তুলে আগামী নির্বাচন বাধাগ্রস্ত ও পণ্ড করার ষড়যন্ত্র শুরু করেছে। দুলু বলেন, বাংলাদেশের গণতন্ত্র আজ বিপন্ন ও ধ্বংস হওয়ার পথে। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে গণতন্ত্রের পথেই ফিরে আসতে হবে। আগামী নির্বাচন যদি সময়মতো না হয়, তাহলে যাদের রক্তের বিনিময়ে ৫ আগস্ট ফ্যাসিস্টকে উৎখাত করে দেশের গণতন্ত্র, স্বাধীনতা আর ভোটের অধিকার ফিরে এসেছে, তা ভুলণ্ঠিত হতে সময় লাগবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান তিনি।