বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, চলমান অস্থিরতার মাঝে কিছু রাজনৈতিক ব্যক্তি বিভিন্ন দাবি তুলে আগামী নির্বাচন বাধাগ্রস্ত ও পণ্ড করার ষড়যন্ত্র শুরু করেছে। দুলু বলেন, বাংলাদেশের গণতন্ত্র আজ বিপন্ন ও ধ্বংস হওয়ার পথে। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে গণতন্ত্রের পথেই ফিরে আসতে হবে। আগামী নির্বাচন যদি সময়মতো না হয়, তাহলে যাদের রক্তের বিনিময়ে ৫ আগস্ট ফ্যাসিস্টকে উৎখাত করে দেশের গণতন্ত্র, স্বাধীনতা আর ভোটের অধিকার ফিরে এসেছে, তা ভুলণ্ঠিত হতে সময় লাগবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান তিনি।
চলমান অস্থিরতার মাঝে কিছু রাজনৈতিক ব্যক্তি বিভিন্ন দাবি তুলে আগামী নির্বাচন বাধাগ্রস্ত ও পণ্ড করার ষড়যন্ত্র শুরু করেছে: দুলু