Web Analytics

বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী যৌথবাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযানে চার দিনে ২,৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধার, সহিংসতা দমন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, অভিযানে ১২টি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন গুলি উদ্ধার করা হয়েছে।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট যৌথভাবে দেশজুড়ে অভিযান পরিচালনা করছে।

সরকার বলছে, নির্বাচনের আগে স্থিতিশীলতা বজায় রাখতে এই অভিযান প্রয়োজনীয়। তবে মানবাধিকার সংগঠনগুলো অতীতে এ ধরনের অভিযানে নির্বিচার গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করেছে। অভিযানটি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।