Web Analytics

বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী যৌথবাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযানে চার দিনে ২,৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধার, সহিংসতা দমন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, অভিযানে ১২টি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন গুলি উদ্ধার করা হয়েছে।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট যৌথভাবে দেশজুড়ে অভিযান পরিচালনা করছে।

সরকার বলছে, নির্বাচনের আগে স্থিতিশীলতা বজায় রাখতে এই অভিযান প্রয়োজনীয়। তবে মানবাধিকার সংগঠনগুলো অতীতে এ ধরনের অভিযানে নির্বিচার গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করেছে। অভিযানটি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

Card image

Related Rumors

logo
No data found yet!