বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে ইতিহাসের সেরা ও সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বৈঠকে সিইসি প্রধান উপদেষ্টাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সঠিকভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য কমিশন প্রস্তুত। কমিশনাররা সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তার প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি জোর দিয়ে বলেন, জাতির প্রত্যাশিত এই নির্বাচনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনই সরকারের প্রধান দায়িত্ব।