বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে ইতিহাসের সেরা ও সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে সিইসি প্রধান উপদেষ্টাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সঠিকভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য কমিশন প্রস্তুত। কমিশনাররা সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তার প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি জোর দিয়ে বলেন, জাতির প্রত্যাশিত এই নির্বাচনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনই সরকারের প্রধান দায়িত্ব।
প্রধান উপদেষ্টা ইউনূসের অঙ্গীকার, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন