Web Analytics

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা সক্রিয় ডাকাত দলের সর্দারসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জের লক্ষীপুর গ্রামের সড়কের মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নীল-হলুদ রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি পিকআপ, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে আরও কয়েকজন ডাকাত পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডাকাত দলের সর্দার মোঃ সাদ্দাম হোসেনের বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আব্দুল হালিম জানান, এ ঘটনায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর, চাঁদপুর ও লক্ষীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

পলাতক ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।