কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা সক্রিয় ডাকাত দলের সর্দারসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জের লক্ষীপুর গ্রামের সড়কের মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নীল-হলুদ রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি পিকআপ, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে আরও কয়েকজন ডাকাত পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডাকাত দলের সর্দার মোঃ সাদ্দাম হোসেনের বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আব্দুল হালিম জানান, এ ঘটনায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর, চাঁদপুর ও লক্ষীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
পলাতক ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ সাতজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি