বৃহস্পতিবার ভোরে বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ প্রসঙ্গে ওসি মির্জা জহির উদ্দিন জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে ছিল প্যান্ট ও শার্ট, তবে সঙ্গে কোনো পরিচয়পত্র, আইডি কার্ড বা যোগাযোগের তথ্য পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি কোনো পর্যটক হতে পারেন।