বৃহস্পতিবার ভোরে বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ প্রসঙ্গে ওসি মির্জা জহির উদ্দিন জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে ছিল প্যান্ট ও শার্ট, তবে সঙ্গে কোনো পরিচয়পত্র, আইডি কার্ড বা যোগাযোগের তথ্য পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি কোনো পর্যটক হতে পারেন।
বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।