নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় অবস্থিত আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে হামলা ও ভাঙচুর করছে ছাত্র জনতা। শুরু হয় হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙার মাধ্যমে। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর নিয়ে আসা হয় ভেকু। ভেকু দিয়ে ঐ বাড়ির ছাদ ও দেয়াল ভাঙা হচ্ছে। প্রসঙ্গত শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে ১৯৫২ সালের ২৯ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বৈঠক হয়েছিল। মুক্তিযুদ্ধসহ রাজনৈতিক নানা কারণে বায়তুল আমান বাড়িটি আলোচিত ছিল।