গাজায় ইসরায়েলের যুদ্ধবিরোধী ২৮ দেশের যৌথ বিবৃতির পরও হত্যাকাণ্ড ও দুর্ভিক্ষ চলছে। ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৪৪ হাজারের বেশি আহত। বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ইসরায়েলের ওপর কার্যকর নিষেধাজ্ঞা আরোপ করেনি, বরং বিলিয়ন ডলারের বাণিজ্য অব্যাহত রেখেছে। ইসরায়েল বিবৃতিটিকে বাস্তবতার বিপরীত বলেছে। গাজায় মানবিক বিরতি সাময়িক হলেও ক্ষয়ক্ষতি চলছেই, দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত মৃত্যুও বেড়েছে।