২৮ দেশের বিবৃতিতেও থামেনি মৃত্যু, চলছে ইসরায়েলের বিলিয়ন ডলারের বাণিজ্য
গাজায় ইসরায়েলের বিমান হামলা ও মানবসৃষ্ট দুর্ভিক্ষের মাধ্যমে ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞ চলছে। বিশ্বের ২৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করে আসছিল। কিন্তু এসব দেশের তরফে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। অনেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ণ রেখেছে। খবর আল জাজিরা।