Web Analytics

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে উপজেলার আলীনগর সীমান্ত ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।

বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) জানায়, তাদের অধীনস্থ সীমান্ত ফাঁড়িগুলো মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা টহল ও নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। ব্যাটালিয়নটি প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে, যেখানে অবৈধ মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত সিগারেট আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।