Web Analytics

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে উপজেলার আলীনগর সীমান্ত ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।

বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) জানায়, তাদের অধীনস্থ সীমান্ত ফাঁড়িগুলো মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা টহল ও নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। ব্যাটালিয়নটি প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে, যেখানে অবৈধ মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত সিগারেট আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!