মঙ্গলবার জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো দেশের ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিল। গণতন্ত্র থাকলে এমনটা সম্ভব হতো না। তিনি বলেন, সংকট এখনও কাটেনি। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে ও প্রতিষ্ঠিত করতে এখনও অনেক কাজ বাকি। গত ১৬ বছর শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। সেই অপপ্রচার বর্তমানেও চলছে। এ সময় গণতন্ত্র ফেরাতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে। আরও বলেন, ফ্যাসিবাদীদের নির্যাতনের হাত থেকে জুবাইদা রহমানের মতো মানুষও রেহায় পায়নি। তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে। মিথ্যা মামলা দেয়া হয়েছে।