মঙ্গলবার জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো দেশের ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিল। গণতন্ত্র থাকলে এমনটা সম্ভব হতো না। তিনি বলেন, সংকট এখনও কাটেনি। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে ও প্রতিষ্ঠিত করতে এখনও অনেক কাজ বাকি। গত ১৬ বছর শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। সেই অপপ্রচার বর্তমানেও চলছে। এ সময় গণতন্ত্র ফেরাতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে। আরও বলেন, ফ্যাসিবাদীদের নির্যাতনের হাত থেকে জুবাইদা রহমানের মতো মানুষও রেহায় পায়নি। তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে। মিথ্যা মামলা দেয়া হয়েছে।
শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো দেশের ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিল। গণতন্ত্র থাকলে এমনটা সম্ভব হতো না: রিজভী