Web Analytics

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত ৩০০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। এই শিক্ষার্থীরা সম্প্রতি এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছে। তাদের চার বছরের কোর্স সম্পন্ন করতে মোট ৩ কোটি ৮১ লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে। এ উপলক্ষে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ, বিশেষ অতিথি ছিলেন পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং সঞ্চালনা করেন এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে সহায়তা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।