শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত ৩০০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। এই শিক্ষার্থীরা সম্প্রতি এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছে। তাদের চার বছরের কোর্স সম্পন্ন করতে মোট ৩ কোটি ৮১ লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে। এ উপলক্ষে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ, বিশেষ অতিথি ছিলেন পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং সঞ্চালনা করেন এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে সহায়তা করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।