Web Analytics

শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান মাদারীপুরের রাজৈর উপজেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজৈরের খালিয়া রাজারাম মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশ দেন।

তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে রাজৈর ও মাদারীপুরের কয়েকটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা সরেজমিনে দেখা হয়েছে। রাজৈরে তিনটি এবং মাদারীপুরে আরও কয়েকটি ঐতিহাসিক নিদর্শন রয়েছে, যেগুলোর সংরক্ষণ এখন জরুরি। তিনি বলেন, জেলা প্রশাসন এ বিষয়ে সক্রিয় রয়েছে এবং স্থানীয় জনগণ সহযোগিতা করলে সংরক্ষণ কার্যক্রম সহজে সম্পন্ন হবে।

এ সময় এলজিআরডি সচিব মাকসুদুল আলম, জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফাতেমা আজরিন তন্বী ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিদর্শন শেষে খালিয়া ও কদমবাড়ি ইউনিয়নের ভূমি অফিস ঘুরে দেখেন এবং সরকারি স্থাপনাগুলো সংরক্ষণে নির্দেশনা প্রদান করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।