শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান মাদারীপুরের রাজৈর উপজেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজৈরের খালিয়া রাজারাম মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশ দেন।
তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে রাজৈর ও মাদারীপুরের কয়েকটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা সরেজমিনে দেখা হয়েছে। রাজৈরে তিনটি এবং মাদারীপুরে আরও কয়েকটি ঐতিহাসিক নিদর্শন রয়েছে, যেগুলোর সংরক্ষণ এখন জরুরি। তিনি বলেন, জেলা প্রশাসন এ বিষয়ে সক্রিয় রয়েছে এবং স্থানীয় জনগণ সহযোগিতা করলে সংরক্ষণ কার্যক্রম সহজে সম্পন্ন হবে।
এ সময় এলজিআরডি সচিব মাকসুদুল আলম, জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফাতেমা আজরিন তন্বী ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিদর্শন শেষে খালিয়া ও কদমবাড়ি ইউনিয়নের ভূমি অফিস ঘুরে দেখেন এবং সরকারি স্থাপনাগুলো সংরক্ষণে নির্দেশনা প্রদান করেন।
রাজৈরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের নির্দেশ উপদেষ্টা আদিলুরের