পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে তাকে গ্রেফতারের কথা জানানো হয়। নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল। এর আগে, গত ২৮ জুলাই ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট ১২ জেলার ওপর জরিপ চালিয়েছে। এতে মাত্র আড়াই শতাংশ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের জনআকাঙ্ক্ষা পূরণে সন্তুষ্টি প্রকাশ করেছে। জরিপ দেখা যায়, ৫৪ শতাংশ মানুষ মনে করেন জনআকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের অবস্থান মাঝামাঝি। রাজনৈতিক দলগুলোর সংস্কারের ভাবনায়, ৯৬ শতাংশ মানুষ দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা চান এবং ৯৪ শতাংশ মানুষ চান দলগুলো অর্থ ও জবাবদিহিতা তৈরি করবে। এছাড়া ১৯ শতাংশ মানুষ সংস্কারকে প্রাধান্য দিলেও ২৪ শতাংশ মানুষ চান নির্বাচন। আর আগামী নির্বাচনে ব্যালটে না ভোটের সুযোগ চান ৭৮ শতাংশ মানুষ।
বুধবার দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গায়িকার ছেলে ইমাম জাফর নোমানী বৃহস্পতিবার জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল থেকেই ওনার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং ব্লাডপ্রেশার নেই। ডাক্তাররা সর্বোচ্চমাত্রার ঔষধ দিয়ে কৃত্রিমভাবে তার ব্লাড প্রেশার ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং মেশিনের মাধ্যমে তার ফুসফুসটা চালিয়ে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আম্মার শারীরিক অবস্থার উন্নতির আর তেমন কোনো আশা নেই। তারপরও, হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে আমরা আরও কিছু সময় ভেন্টিলেশনের মাধ্যমে এই লাইফ সাপোর্টটা চালিয়ে নিচ্ছি। আরও লিখেছেন, এই শেষ মুহুর্তেও কিছু অ-মানুষ এখনও নানা পরিচয়ে বিভিন্ন মাধ্যমে আর্থিক প্রতারণামূলক কাজ করছে। এ ব্যাপারে আবারও সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি। আমাদের পরিবারের সাথে সরকারের সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয় থেকে নিয়মিত যোগাযোগ রাখছে এবং হাসপাতাল কর্তৃপক্ষও সর্বোচ্চ সহযোগিতা করছে। আম্মার চিকিৎসার জন্য আর্থিক বা অন্যকোনো ধরনের কোন সহযোগিতার প্রয়োজন নেই। নোমানী লিখেছেন, সবাই আম্মার জন্য দোয়া করবেন।
ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক দশ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার রাতে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় তাদের হস্তান্তর করা হয়। তাদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও চারজন শিশু। পরে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা সদর থানায় তাদের হস্তান্তর করে বিজিবি। তারা রাঙ্গামাটি, চট্টগ্রাম, সাতক্ষীরা, গাজীপুর ও বাগেরহাট জেলার বাসিন্দা। এ প্রসঙ্গে ওসি শামিমুল হক বলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের (৭৯ চুয়াডাঙ্গা-১ ও ৮০ চুয়াডাঙ্গা-২) খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় জেলায় মোট ৩৪৯টি ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। মোট ভোট কক্ষ ১ হাজার ৮৫৩টি। বর্তমানে জেলার মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৯৩ হাজার ৬৮০ জন। আগামী ২৫ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবি বা আপত্তি গ্রহণ শেষ হবে। ১২ অক্টোবর প্রাপ্ত দাবি বা আপত্তি নিষ্পত্তি করা হবে। এছাড়া আগামী ২০ অক্টোবর খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে। কারও দাবি বা আপত্তি থাকলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দাখিল করতে বলা হয়েছে। চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে উপজেলা রয়েছে ২টি। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা। এ এলাকায় ১৭৯ টি স্থায়ী ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৯৩৫টি ও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ১৮টি। মোট ভোট কক্ষ ৯৫৩ টি। এ আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে উপজেলা রয়েছে ৩টি। সদর, জীবননগর ও দামুড়হুদা। এ এলাকায় ১৭০টি স্থায়ী ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৮৮০ টি ও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ২০ টি। মোট ভোট কক্ষ সংখ্যা ৯০০ টি। এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন।
নেপালে অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার অভিনন্দনপত্রে ড. ইউনূস বলেন, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার জন্য বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। একটি সংকটময় ও চ্যালেঞ্জিং সময়ে আপনার প্রধানমন্ত্রী হওয়া আপনার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি বলেন, আপনার দক্ষ নেতৃত্ব এবং নির্দেশনায় নেপালের জনগণ শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে অগ্রসর হতে থাকবে। নেপালের দীর্ঘদিনের বন্ধু এবং প্রতিবেশী হিসেবে আমরা এই বিষয়ে নিশ্চিত। দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতাকে আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে পারি। বার্তায় সম্প্রতি নেপালের আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় সমবেদনাও জানান প্রধান উপদেষ্টা।
শনিবার দুপুরে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা দুপুরে শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা ৭টায়। এদিকে নির্বাচন কমিশনের সদস্য সচিব রাশেদুল আলম বলেন, ৩৩ বছর পর নির্বাচন হওয়ায় কোনো ধরনের প্রশ্নবিদ্ধ পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্য সময় বেশি লাগছে। এরই মধ্যে ২১টি হলের মধ্যে ১৮টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। চলছে আরও ৩ হলের ভোট গণনা। এদিকে ফল ঘোষণায় অপেক্ষা বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা।
নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিলিস্তিনপন্থি মিছিলে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। আয়োজকরা বলেছেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এটিই সবচেয়ে বড় মিছিল। শনিবারের ওই মিছিলে প্রায় ৫০ হাজার মানুষ যোগ দিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, ওই সংখ্যা ২০ হাজার হতে পারে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা যুদ্ধে এ পর্যন্ত ৬৪ হাজার ৭৫৬ জন নিহত হয়েছেন। ওই বিক্ষোভে অনেকের সঙ্গে ফিলিস্তিনের ব্যানার ও পতাকা দেখা যায়। আয়োজকরা শহরের একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করতে চেয়েছিল। তবে প্রবল ঝড়ের কারণে তারা তা করতে পারেনি। পুলিশ জানিয়েছে, ওই মিছিল থেকে কাউকে গ্রেফতার করা হয়নি। আওতায়োরা ফর প্যালেস্টাইন জানিয়েছে- তারা চেয়েছিল নিউজ্যালেন্ডের মধ্য ডানপন্থি সরকার ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করুক। প্রধানমন্ত্রী লুক্সন আগস্টে গাজায় ইসরাইলি আগ্রাসনকে ভয়াবহ বলে অভিহিত করেন। এছাড়া নিউজিল্যান্ড ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কিনা এ নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান।
ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজ করেছেন। এ নৈশভোজে যোগ দেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা স্টিভ উইটকফ। এর মাত্র দুদিন আগে ইসরাইল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। এ হামলার পর ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বিরক্তি প্রকাশ করেন এবং কাতারকে আশ্বস্ত করেন যে এমন হামলা আর হবে না। এদিকে এক্সে কাতারের উপমিশন প্রধান হামাহ আল-মুফতাহ লেখেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে দুর্দান্ত নৈশভোজ। এখনই শেষ হলো।’ নৈশভোজের আগে আল-থানি প্রায় এক ঘণ্টা ধরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন। এর আগে ট্রাম্প জানান, তিনি ইসরাইলের এ হামলায় সন্তষ্ট নন। এছাড়াও এটিকে ‘একতরফা পদক্ষেপ’ হিসেবে আখ্যা দেন। গত মঙ্গলবার আল-থানি ইসরাইলকে শান্তির সম্ভাবনা নষ্টের চেষ্টা করার জন্য দায়ী করেন। তবে তিনি বলেন, কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা থেকে কোনোভাবেই সরানো যাবে না।
জাকসু নির্বাচনে প্রকাশ্য অনিয়ম ও কারচুপির অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল মনোনীত নারী এজিএস প্রার্থী আঞ্জুমান ইকরা। তিনি লেখেন, নির্বাচনে জয়-পরাজয়ের উর্ধ্বে সুষ্ঠু ভোটের জন্য আমরা শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ ছিলাম। কিন্তু প্রশাসনের প্রকাশ্য অনিয়ম, কারচুপির পরও শিক্ষার্থীদের স্বার্থে এই রায় আমাদেরকে মেনে নিতে হবে। আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু নির্বাচনে ভরসার জায়গা থেকে আমাকে এজিএস প্রার্থী হিসেবে নির্বাচিত করে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে, এজন্য আমি চিরকৃতজ্ঞ। জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্বশীলদের প্রতি আমার অনুরোধ থাকবে নিজেদের ভুলগুলো পুনর্বিবেচনা করে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করা। আমরা জাবি'র শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি নতুন ক্যাম্পাস গড়ে তুলবো ইনশাআল্লাহ।
খসড়া আসন বিন্যাসের শুনানিতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে কেটে নেওয়ার পক্ষে শুনানিতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে ইসিকে ভুল বুঝিয়েছেন, এমন অভিযোগ তুলে বুধন্তী ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মশাল মিছিলের মাধ্যমে বিক্ষোভ হয়েছে। ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের ব্যবস্থাপনায় এই প্রতিবাদ বিক্ষোভ করেন বুধন্তী ইউনিয়নের কয়েকশত মানুষ। তারা বলেন, রুমিন ফারহানা যদি বুধন্তী ইউনিয়নে তার পৈত্রিক বসতবাড়ি মনেপ্রাণে ধারণ করতেন, তাহলে এই ইউনিয়নের মানুষের মনের আবেগ-অনুভূতি বুঝার চেষ্টা করতেন। তিনি তা না করে নিজের স্বার্থে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছেন। আন্দোলনকারীরা অনতিবিলম্বে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে পুনরায় আগের ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনে ফিরিয়ে দেওয়ার দাবী জানান।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এর মাত্রা ৭.৪ এবং গভীরতা ৩৯.৫ কিলোমিটার (২৪.৫ মাইল) বলে জানিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্প থেকে সুনামির সম্ভাব্য হুমকি রয়েছে। তবে কামচাটকা উপদ্বীপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জিওপি নেতা রাশেদ খান লেখেন, ‘লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ করে অপদস্ত করেছে আওয়ামী লীগ। এরা ও এদের দোসররা যে কতবড় ভয়ংকর তা অচিরেই বুঝতে পারবেন। আজকে হয়তো মাহফুজ আলম। আগামীকাল আপনি কিংবা আমি।’ তিনি উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লেখেন, ‘অবস্থা দেখে যা মনে হচ্ছে, ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের সুযোগে আওয়ামী লীগ স্বরুপে ফিরবে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে আওয়ামী লীগকে ফেরার সুযোগ আমি কিংবা আপনি বা আমরা করে দিচ্ছি। ভবিষ্যতে এর খেসারতও আমাদের চরমভাবে দিতে হবে’।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন নেপালের রাষ্ট্রপতি। নতুন নির্বাচনের তারিখ হলো ২০২৬ সালের ৫ মার্চ। শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সুশীলা। তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে। এটির মেয়াদ থাকবে ৬ মাস। এরআগে নেপালের জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধি, রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর প্রধানের মধ্যে আলোচনা হয়। এরপর সুশীলাকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হয়। সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। তিনি দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি হন। এবার প্রথম অন্তবর্তীকালীন নারী প্রধানমন্ত্রী। বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন, এ কারণে জেন-জির কাছে তার জনপ্রিয়তা রয়েছে।
বিএনপি নেতা আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে। জুয়েল নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের চুলা মডেল হাই স্কুল মাঠে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। তিনি জানান, প্রায় দেড় হাজার মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এতে সেবা দেন।
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ হাইকমিশনের একটি বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে ডিম নিক্ষেপ করেন। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়। তবে ওই গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না বলে দাবি করেছে হাইকমিশন। তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াস বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন।
ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও কট্টরপন্থী চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স জানান, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম টেইলর রবিনসন; বয়স ২২ বছর। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিনসনের বিরুদ্ধে প্রাথমিকভাবে যে অভিযোগগুলোর ভিত্তিতে তাকে আটক রাখা হয়েছে, সেগুলো হল: অগ্রিম পরিকল্পিত হত্যা, অস্ত্র ব্যবহার করে গুরুতর অপরাধ সংঘটন, ন্যায়বিচার বাধাগ্রস্ত করা। তবে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। ইউটা গভর্নর বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে আমরা আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রস্তুত করব, যাতে মামলার সম্ভাব্য কারণ সম্পর্কিত বিস্তারিত থাকবে।’
গতকাল শুক্রবার গাজা উপত্যকায় নির্বিচারে হামলায় উপত্যকাজুড়ে প্রাণ গেছে আরও ৬৫ জনের, যার মধ্যে ১৪ জন একই পরিবারের সদস্য। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার গাজা সিটি এবং উত্তরাঞ্চলে নিহত হয়েছেন ৪৮ জন। আহত হয়েছেন বহু মানুষ। গাজা সিটিতে বিমান হামলার পাশাপাশি ট্যাংক নিয়ে চলছে পদাতিক সেনাদের স্থল অভিযান। ধ্বংস হয়েছে আরও কয়েকটি বহুতল ভবন। এই হামলার মধ্যে রয়েছে প্রায় ১০ লাখ মানুষ। গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি প্রায় ৬৩ হাজার।
জাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা করা সম্ভব হয়নি। হল সংসদের ভোট হাতে গণনা শেষ করার পর চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। ফলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন উপাচার্য। সিদ্ধান্ত হয়, জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল ঘোষণার। তবে তা বাস্তবায়ন হয়নি। এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২১টি হলের মধ্যে ১৪টিতে ভোট গণনা শেষ হয়। এদিকে, অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। তবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান বলেন, জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন কমিশনের এক সদস্য পদত্যাগ করেছেন।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের পুরোনো যে সংবিধান সেখানে শ্রমিকদের অধিকার, জনতার অধিকার নিশ্চিত করা হয়নি। এই সংবিধান বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে নাই। আমরা বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলের কাছে আহ্বান করছি অবশ্যই শ্রমিকের অধিকারের কথা, জনতার অধিকারের কথা থাকে এমন একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের কথা, শ্রমিকদের কথা এই সংবিধানে পরিষ্কারভাবে সুরক্ষিত করতে হবে। শ্রমিক সমাবেশে আখতার বলেন, চব্বিশের অভ্যুত্থানের পরও শ্রমিকের অধিকার নিশ্চিত করা যায়নি। শ্রম সুপারিশ কমিটি গঠন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। আমাদের শ্রমিক ভাইয়েরা বিভিন্ন ঝুঁকিতে কাজ করে কিন্তু সেখানে এখনো তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। আমাদের শ্রমিকরা যে শ্রম দেয়, সেই শ্রমে সরকার চলে, দেশ এগিয়ে যায়; কিন্তু এখন পর্যন্ত শ্রমিকদের ন্যায্যতা নিশ্চিত করা হয় না। শ্রমিকরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু অফিস আদালত ও সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে শ্রমিকরা বঞ্চিত থেকেছে সবসময়। তাই আমরা বলতে চাই শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে, শ্রমিকদের মর্যাদা দিতে হবে।
গত ২৪ ঘন্টায় একনজরে ১১৪ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।