Web Analytics

প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল এবং বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে পরিষদের নেতারা বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে অন্তর্বর্তী সরকারকে কঠোর আন্দোলনের মুখোমুখি হতে হবে। পরিষদের উপদেষ্টা ও ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করীম বলেন, শেখ হাসিনা গানের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিলেন। তবে, এখন সেই প্রক্রিয়া বাস্তবায়িত হচ্ছে। দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।

Card image

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ছয় দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শীর্ষক যৌথ অনুশীলন মহড়া শেষ হয়েছে। আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ মহড়া সমাপ্ত হয়েছে। মহড়াটি ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছিল। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস জাভেদ তানভীর খান সমাপনী বক্তব্য রাখেন এবং দুই দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের প্রতিনিধি, যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, মহড়ায় অংশগ্রহণকারী বিমান বাহিনীর কর্মকর্তা এবং তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান এবং ২৭টি ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরের বিরুদ্ধে মামলা করেছে বিটিআরসি। বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গুলশান থানায় এই মামলাটি দায়ের করেন। তিনি জানান, ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৭৩, ৭৪ ও ৭৬ ধারা এবং পেনাল কোডের ৪২০ ও ৪০৬ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। এজাহারে বলে হয়, আইজিডব্লিউ অপারেটরস ফোরাম গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং চুক্তির শর্ত ও বিশ্বাস ভঙ্গ করাসহ প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতে জড়িত ছিল।

Card image

বাংলাদেশ যেন টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে অগ্রসর হতে পারে, সে জন্য পরিচ্ছন্ন, নিরাপদ এবং সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে দ্রুত রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ এবং তার সহকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘ সময় ধরে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল থাকতে পারে না। এখনই সময় বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানির বিকল্পসমূহ, বিশেষ করে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন বিবেচনা করার। এদিকে কার্ল পেজ বলেন, ভাসমান বার্জ-ভিত্তিক পারমাণবিক রিঅ্যাক্টরগুলো সাশ্রয়ী, কম রক্ষণাবেক্ষণযোগ্য এবং বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প খাতকে বহু দশক ধরে শক্তি জোগাতে সক্ষম। পেজ বলেছেন, বিশ্বব্যাংকের মতো প্রধান উন্নয়ন অর্থায়নকারী সংস্থাগুলোর কাছে এখন আর পারমাণবিক শক্তি কোনো নিষিদ্ধ বিষয় নয়। ইন্দোনেশিয়ার মতো দেশগুলো ইতোমধ্যেই তাদের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এসব প্রযুক্তি গ্রহণ করছে। পেজ বলেন, বাংলাদেশ উদীয়মান প্রযুক্তির কৌশলগত কেন্দ্র হতে পারে এবং পরমাণু উদ্ভাবনে শান্তিপূর্ণ নেতৃত্ব দিতে পারে। অধ্যাপক ইউনূস জানান, অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি একটি নতুন জাতীয় বিদ্যুৎনীতি প্রণয়ন করেছে, যার লক্ষ্য সৌরবিদ্যুতের প্রসার ত্বরান্বিত করা।

Card image

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার জানান, দুইটি সংস্কার কমিশনের পক্ষ থেকে নিম্নকক্ষ আসনভিত্তিক এবং উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে করার প্রস্তাব দেয়া হয়েছে। তিনি বলেন, উভয় পদ্ধতিরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। কোনোটিই ত্রুটিমুক্ত হয়। তবে দুটি পদ্ধতিই প্রয়োজন। ঐকমত্যের মাধ্যমেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি। নির্বাচনের মাধ্যমে একটি কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে।

Card image

লক্ষ্মীপুরের রায়পুরে কাজি হাছানুজ্জামান ও অজিউল্লাহ হাফজিয়া মাদ্রাসায় এক শিশু ছাত্রকে পিটিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক আতাউর ও শরীফ হোসেনকে বরখাস্ত করেছেন কর্তৃপক্ষ। এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে আহত শিক্ষার্থী মাহমুদ হাসানকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত ছাত্রের মামা ফিরোজ আলম জানান, ওই প্রতিষ্ঠানের হেফজ বিভাগের ছাত্র মাহমুদুর রহমান পড়া না পারার কারণে শিক্ষক শরীফ হোসেন ৬টি বেত্রাঘাত করে। বৃহস্পতিবার আবার একই কারণ দেখিয়ে হেফজ বিভাগের প্রধান আতাউর রহমান ১২টি বেত্রাঘাত করে। এ সময় মাহমুদ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অসুস্থ হয় পড়ে। পরে তার মা শাহিনুর বেগমকে মাদ্রাসায় ডেকে এনে বাড়িতে পাঠিয়ে দেন কর্তৃপক্ষ। মাহমুদ জানান, মারধরের পর দুই শিক্ষক হুমকি দিয়েছেন, ঘটনাটি মাকে জানালে জবাই করে ফেলা হবে অথবা মাদ্রাসার ছাদ থেকে ফেলে হত্যা করা হবে।

Card image

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে চোরাগুপ্তা ভাবে দেশে ফেরার চেষ্টা করছে তারা। তবে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। দুদু বলেন, দেশকে নির্বাচনের পথে নেয়া গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। এমনকি দেশের পরিস্থিতিও স্বাভাবিক হবে। নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেয়া যাবে। আরও বলেন, শেখ হাসিনা গত ১৬ বছর জোর করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। সে সময় বিরোধী দলের কথা শুনলে তাকে লজ্জাজনকভাবে পালাতে হতো না। বর্তমানে ব্যাংকে কোনো টাকা নেই। সব টাকা শেখ হাসিনার লোকেরা পাচার করেছেন।

Card image

গাজায় সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২২৮ জন। এর ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ১৪১ জনে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জন ফিলিস্তিনি। আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৩ জন। ২৭ মে থেকে এ পর্যন্ত এভাবে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫১৩ ও আহত হয়েছেন ১৮ হাজার ৪১৪ জনের বেশি। এ ছাড়া অপুষ্টি ও অনাহারে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ নিয়ে অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মারা গেছেন ৪৩৫ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে ১৪৭টি শিশু।

Card image

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বৃহস্পতিবার বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। অন্যদিকে হাইকমিশনারের সঙ্গে ছিলেন চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর হাইকমিশনের ডেস্ক অফিসার ডে আর্ন। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Card image

শুক্রবার সাত বিভাগীয় শহরে পিআর পদ্ধতিতে আসন্ন জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। এর আগে বুধবার জানানো হয়, শুক্রবারের কর্মসূচিতে বরিশাল মহানগরে নেতৃত্ব দেবেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রংপুর মহানগরে থাকবেন সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরে থাকবেন সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। অন্যদিকে সিলেট মহানগরের নেতৃত্বে থাকবেন সহকারী সেক্রেটারি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। রাজশাহী মহানগরে সহকারী সেক্রেটারি মুয়াযযম হোসাইন হেলাল, মোমেনশাহী মহানগরে সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এবং খুলনা মহানগরে কর্মসূচিতে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ। জামায়াতের ৫ দফা দাবি হলো: জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন; উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে; লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

Card image

নওগাঁর শীতলমাঠ সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে বিএসএফ। আজ শুক্রবার ভোরে সীমান্তের পাশ থেকে বিজিবি ওই ১৬ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। তাদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচ শিশু ও চারজন নারী। আটককৃতদের আদি নিবাস পাবনা জেলায়। তাদেরকে পত্নীতলা থানায় সোপর্দ করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

Card image

কুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দিকে চারটি মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে এই মামলা করে। এর আগে, গত বুধবার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেই আইডি থেকে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেয়া হয়। তবে অভিযুক্তের বিচারের দাবিতে ‘তৌহিদি জনতার’ ব্যানারে থানা ঘেরাওয়ের ঘটনা ঘটে। সেই রাতেই অভিযুক্ত মহসিনকে আটক করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার কটূক্তির অভিযোগের জেরে বিক্ষুব্ধরা চারটি মাজারে ভাঙচুর করে। একপর্যায়ে আগুনও ধরিয়ে দেয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।

Card image

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দলগুলো গণমাধ্যমে যাই বলুক না কেন, দিনশেষে তারা সুষ্ঠু নির্বাচন না চাইলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। নির্বাচনে যেকোনো উপায়ে জিতে আসার মনোভাব থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। তিনি বলেন, দীর্ঘ প্রক্রিয়ায় দ্বিমুখী দলীয়করণের মাধ্যমে দেশের অবকাঠামো পঙ্গু করে দেয়া হয়েছে। এক থেকে দেড় বছরে এই ভঙ্গুর অবকাঠামো ঢেলে সাজানো সম্ভব নয়। তবে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার বেশ কিছু কমিশন গঠন করেছে। কিন্তু কমিশনের দেয়া প্রস্তাবনা ও সুপারিশের কোনো অগ্রগতি হয়নি। আরও বলেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অঙ্গনে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার কোনো প্রতিফলন ঘটেনি। এছাড়া ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার ব্যাপারে জোর দেন তিনি।

Card image

প্রাণঘাতী মাদক ফেন্টানিলের কাঁচামাল পাচারের অভিযোগে ভারতীয় কয়েকজন ব্যবসায়ী ও করপোরেট নেতার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লিস্থ মার্কিন দূতাবাস জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা শুধু বাতিলই নয়, পরবর্তী সময়ে তাদের ভিসা আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে। তবে দূতাবাসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, ফেন্টানিল প্রিকার্সর বা কাঁচামাল হলো সেই মূল রাসায়নিক উপাদান, যা থেকে প্রাণঘাতী সিন্থেটিক মাদক ফেন্টানিল তৈরি হয়। যুক্তরাষ্ট্রে মাদকজনিত অতিমৃত্যুর প্রধান কারণ এই ফেন্টানিল। মার্কিন দূতাবাস জানায়, মাদক পাচার প্রতিরোধে ভারত সরকার ঘনিষ্ঠভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে। ট্রাম্প এর আগে ভারত থেকে আমদানিপণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন।

Card image

বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে পিআর নিয়ে অনেকেই আন্দোলন ও কর্মসূচি শুরু করছে। গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না। তিনি বলেন,গনতান্ত্রিক অধিকারে অনেকে পিআর চাইতেই পারে। তবে এটা হতেই হবে এমন মনোভাব অগণতান্ত্রিক। চাপিয়ে দেয়া মনোভাব কখনোও গণতান্ত্রিক হতে পারে না। আরো বলেন, জনগণ না চাইলেও জনগণের নামে পিআর চেয়ে স্বৈরাচারের আসার পথ সুগম করা হচ্ছে, নির্বাচন পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণের দাবি বলে দলীয় এজেন্ডা চাপিয়ে দেয়ার চেষ্টা করলে তা সফল হবে না। দেশের সাধারণ মানুষই তা প্রতিহত করবে।

Card image

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের প্রশাসনিক কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দুবাইয়ে অনুষ্ঠিত ইউপিইউ কাউন্সিলের নির্বাচনে বাংলাদেশ ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। ১০ সদস্যের মধ্যে নবম স্থান অর্জন করে। ফলে টানা দ্বিতীয়বারের মত চার বছরের জন্য কাউন্সিলের সদস্যপদ পেল বাংলাদেশ। এর আগের ২০২১ সালের নভেম্বরে মাত্র একটি সরাসরি বৈঠকে অংশ নেয়, বাকি কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত ছিল। তাই উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ কম ছিল। এ কারণে আশঙ্কা তৈরি হয়েছিল যে, সীমিত অংশগ্রহণ পুনর্নির্বাচনের পথে বাধা হতে পারে। তবে সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ সেই চ্যালেঞ্জ অতিক্রম করেছে।

Card image

কক্সবাজার শহরে এক আওয়ামী লীগ নেত্রীকে রক্ষায় মাথায় কুরআন শরীফ রেখে আশ্বাস দিয়ে দুই লাখ টাকা নিয়েছেন বিএনপি নেতা নুরউদ্দিন খাঁন। এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। নুরউদ্দিন খাঁন শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ব শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঐ আওয়ামী লীগ নেত্রীর নাম রোজিনা আক্তার। রোজিনা আক্তারের অভিযোগ, প্রথমে ভেবেছিলাম তিনি আমাকে বিপদ থেকে বাঁচাবেন। অতিরিক্ত অর্থের জন্য রাজি না হলে হত্যার পর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। এখন আমি ভয়ে আছি। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি নেতা নুরউদ্দিনের বিরুদ্ধে মানবপাচার, পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ বহু বছর ধরে প্রচলিত রয়েছে। এদিকে বিএনপি নেতাকর্মীদের মতে, কুরআন ছুঁয়ে প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার ঘটনা শুধু কক্সবাজার নয়, দেশজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিব্রতকর আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নুরউদ্দিন খাঁন বলেন, আমি এলাকার সমাজপতি, বিচার-শালিশ সব আমি করি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এটার প্রতিবাদও দিয়েছি।

Card image

সম্প্রতি নিউইয়র্ক কনস‍্যুলেটে হামলা চালিয়ে ভাঙচুর করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় একাধিক ব‍্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওখানকার বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা লিখেছেন, একেকজন বলছে, আমি নাকি আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে ফেলেছি। আমরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। ঘটনা ঘটেছে নিউইয়র্ক কনস‍্যুলেটে। আমি অতিথি হিসেবে তথ‍্য উপদেষ্টা মাহফুজ আলমের অনুষ্ঠানে গিয়েছি, আয়োজনে সহায়তা করেছি। দ্বিতীয়ত, আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার পুরো বিষয়টি নিউইয়র্ক কনস‍্যুলেট লিখিতভাবে, সন্ত্রাসীদের নাম উল্লেখ করে ভিডিও ফুটেজসহ নিউইয়র্ক পুলিশ, সিক্রেট সার্ভিসকে জানিয়েছে। স্টেটস ডিপার্টমেন্ট এবং সিক্রেট সার্ভিসকে একইভাবে জানানো হয়েছে। এখন পর্যন্ত একাধিক ব‍্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি এখনও তদন্তাধীন। তদন্ত সম্পন্ন হলে নিউইয়র্ক কনস‍্যুলেট ও দূতাবাসকে সুনির্দিষ্ট করে জানাবে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা। তদন্তে যে অভিযোগ পাওয়া যাবে তার ওপর ভিত্তি করে মামলা করতে হবে। এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি, অভিযোগ জানানো হয়েছে। এটাই যুক্তরাষ্ট্রের আইনি প্রক্রিয়া। আরো লিখেছেন, মানবতাবিরোধী অপরাধী আওয়ামী লীগের সঙ্গে আপোষের কোনো ঘটনা ঘটে নাই।

Card image

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল। আলাপকালে ড. ইউনূস রাষ্ট্রদূতকে জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাষ্ট্রদূত বোমেল বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ইইউর একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল এ সপ্তাহে বাংলাদেশে আসছে, এবং নেদারল্যান্ডস এ মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে। এদিকে ইউনূস স্মরণ করিয়ে দেন, বন্যা নিয়ন্ত্রণ ও উপকূলীয় নিম্নভূমি সুরক্ষায় ডাচ অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছে। রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন অগ্রগতি, বিশেষ করে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। প্রফেসর ইউনূস বর্তমানে কক্সবাজারে বসবাসরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য বাড়তি ডাচ সহায়তা কামনা করেন। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, জাতিসংঘে রোহিঙ্গা সম্মেলন আন্তর্জাতিক সমর্থন জাগ্রত করবে এবং শরণার্থী শিবিরে মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ে সহায়ক হবে।

Card image

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্থাপন করা গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে এ নিয়ে ছয়বারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ প্রস্তাবটির খসড়ায় গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। সেই সঙ্গে ইসরাইলকে সব ধরণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ত্রাণ সরবরাহ করতে দেওয়ার কথাও বলা ছিল। এর বিপরীতে খসড়া প্রস্তাবটিতে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরাইলিদের অবিলম্বে সম্মানজনক মুক্তির শর্তও ছিল। স্থায়ী ও অস্থায়ী মিলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের নির্বাচিত ১০ সদস্যদেশ এ খসড়া প্রস্তাব তুলেছিল। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। বাকি ১৪ সদস্য দেশ খসড়া প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। ওয়াশিংটনের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে হামাস। একে ‘গণহত্যার অপরাধের সঙ্গে সুস্পষ্টভাবে জড়িত থাকা’ বলে চিহ্নিত করেছে। ভোটাভুটির আগে জাতিসংঘে ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, ‘গাজায় দুর্ভিক্ষ এখন নিশ্চিত একটি বিষয়। অনুমান নয়, ঘোষণা নয়— এটা এখন নিশ্চিত।’ প্রায় দু বছর ধরে চলা ইসরাইলের নির্বিচার হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জন।

Card image

গত ২৪ ঘন্টায় একনজরে ১৩৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।