Web Analytics

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতমা লিখেছেন, ‘জুলাই এর পর মেয়েদের সাইডে বসায় দিয়ে এখন রাজনৈতিক পাড়ায় নারী অধিকার নিয়ে সালিশ বসছে দেখছি। হায়রে নাটক! সরকার তো একটা ঐকমত্য কমিশন বানাল সংস্কার নিয়ে আলাপ করার জন্য। সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট ঘেঁটে দেখলেই অনেক অবাস্তবায়নযোগ্য প্রস্তাবনা চোখে পড়বে। রাজনৈতিক দলগুলো তাদের প্রায়োরিটি বেসিসে সংস্কার প্রস্তাবনার পক্ষে/বিপক্ষে অবস্থান নিতে পারবে।' তিনি বলেন, ‘এর মধ্যে নারী সংস্কার কমিশনের রিপোর্টে সর্বস্তরের নারীদের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। প্রস্তাবনা ঠিক মনে না হলে মত-দ্বিমতের সুযোগ রয়েছে। সেটা না করে পুরো কমিশন বাতিলের কথা তোলা হচ্ছে কোন উদ্দেশ্যে?! আর নারীদের কতটুকু অধিকার থাকবে, সেটা নিয়ে তো নারীদের তুলনায় পুরুষদের মাথাব্যথা বেশি। এই কমিশনের রিপোর্ট বাতিল হলে বাকি সব সংস্কার কমিশনের রিপোর্টও বাতিলযোগ্য।’ মুখপাত্র বলেন, ‘স্পষ্ট করেই বলতে চাই, নারীদের অধিকার, সুযোগ-সুবিধার প্রশ্ন বাদ দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি মেইনস্ট্রিম হবে না।

Card image

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, স্থায়ী একটি গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছি। সাংবাদিক সুরক্ষা আইন করতে বলেছি। এই দুটির জন্য আমরা খসড়াও তৈরি করে দিয়েছি। এখন পর্যন্ত সরকারের দিক থেকে খুব বেশি পদক্ষেপ নেয়া হয়েছে এমনটি আমরা শুনিনি। তিনি বলেন, বিগত সরকারের আমলে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স রাজনীতিক আনুগত্যের ভিত্তিতে দেয়া হয়েছিল, সাংবাদিকতার দক্ষতায় নয়। ‘এক মালিক এক মিডিয়া’ প্রস্তাবে যারা বিরোধিতা করেছেন তারা ভারতের উদাহরণ টেনেছেন। ভারতের গণমাধ্যম এখন গোদিমিডিয়া নামে পরিচিত। আরো বলেন, সংবাদ মাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের প্রস্তাব অনেকেই বিরোধিতা করছে। তারা বলছে বেশিরভাগ সংবাদমাধ্যম যেহেতু লাভজনক না তাই এটা সম্ভব না। প্রায় দেড় ডজনেরও বেশি সংবাদ মাধ্যম লাভজনক। তাই কমিশন বলছে এটা বাস্তবায়ন সম্ভব।

Card image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আফতাবনগরে পশুরহাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে কোরবানির ঈদে সেখানে পশুর হাট বসছে না। এর আগে গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর হাট বসানোর জন্য ইজারার বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তিতে রাজধানীর ১১টি হাটের কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে আফতাবনগরে হাটের অংশ বাতিল চেয়ে গত ২৪ এপ্রিল সংশ্লিষ্ট শাখায় রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে অভিযোগ করা হয়, এই আবাসিক এলাকায় হাট হলে দুর্গন্ধ মানুষ থাকতে পারবে না, পরিবেশ দূষণ হবে!

Card image

জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকাল ৪টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আব্দুর রাজ্জাক ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। আমার বাংলাদেশ পার্টির সাবেক প্রধান উপদেষ্টাও ছিলেন তিনি।

Card image

তারেক রহমান বলেন, আমি এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে, সাংবাদিকেরা ভয়হীনভাবে কাজ করতে পারবেন। ফেসবুকে তিনি ২০০৯ সালে বিএনপির জাতীয় কাউন্সিল নিয়ে আঁকা মেহেদী হকের একটি ব্যঙ্গচিত্র যুক্ত করে লেখেন, সাংবাদিকেরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাদের স্বাধীনতা রক্ষা করা না গেলে গণতন্ত্রও টিকবে না। বাংলাদেশে সম্প্রতি সংবাদমাধ্যমের স্বাধীনতা ভয়াবহভাবে হুমকির মুখে পড়েছে। ক্ষমতাচ্যুত শাসকের পৃষ্ঠপোষকতায় দমনপীড়ন চালানো হয়েছে। তিনি জানান, নানা বাধার মধ্যেও কিছু সাহসী সাংবাদিক দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, আর্থসামাজিক ব্যর্থতার মতো বিষয়ে আলোকপাত করেছেন। এই সাহসী সাংবাদিকদের অবদান তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

Card image

বিএনপি নেতা আমীর খসরু বলেন, দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। বাংলাদেশে বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আগ্রহ রয়েছে রাশিয়ার । আরও বলেন, কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে, সে সম্পর্কেও জানতে চেয়েছেন রুশ রাষ্ট্রদূত। আলোচনায় রাশিয়া-বাংলাদেশের জ্বালানি খাতেও সহযোগিতার বিষয় উঠে এসেছে। খসরু বলেন, রাশিয়া একটি জ্বালানি সমৃদ্ধ দেশ। এ খাতে দুই দেশের মধ্যে কী ধরনের সহযোগিতা হতে পারে, তা নিয়ে কথা হয়েছে বৈঠকে। উল্লেখ্য, এর আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি টিমের সাথে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত।

Card image

উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার মাঠ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, প্রাথমিক শিক্ষার প্রতি যত্নশীল না হলে অদক্ষ লোক তৈরি হবে, অকাজের লোক হবে, সমাজের জঞ্জাল বাড়াবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দায়িত্ব পালনে ভূমিকা রাখতে হবে। প্রাথমিক শিক্ষা ভালো করার ক্ষেত্রে যেখানে আপনার ভূমিকা আছে সেখানে আপনি তা চালু করেন। যেন প্রাথমিক শিক্ষার উন্নতি ঘটে। এটা না হলে আমাদের ভবিষ্যৎ কখনো ভালো হতে পারবে না। আরও বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় বাচ্চা কতটুকু পারে সেদিকে নজর দেবেন। বাচ্চাটা পড়াশোনা পারে কিনা তার ওপর বেশি গুরুত্ব দেবেন। যদি কোন বিদ্যালয়ের পারফরম্যান্স ভালো না হয়, আপনি কারণ দর্শাবেন স্কুলের শিক্ষক এবং সহকারী শিক্ষা কর্মকর্তাকে। যদি শিক্ষার উন্নতি না ঘটে তাহলে শাস্তির ব্যবস্থা নিবেন।

Card image

বিডিআর কমিশনের প্রধান ফজলুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ভারতীয় রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসি। ফজলুর রহমান তার পোস্টে বলেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।’ ফজলুর রহমানকে উদ্দেশ্য করে ওয়াইসি বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে যে একটি স্বাধীন দেশ হিসেবে আপনার অস্তিত্ব ভারতের কাছে ঋণী।’ পাকিস্তানের সমালোচনা করে তিনি বলেন, ‘এরা একটি ব্যর্থ জাতি। যারা ভারতকে কখনো শান্তিপূর্ণভাবে থাকতে দেবে না। তবে ভারত পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী এবং সর্বদা তাই থাকবে।'

Card image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বর্তমান সময়ে নিঃসন্দেহে গণমাধ্যমের স্বাধীনতা আগের চেয়ে অনেক বেশি। তবে একটি সংবাদ গোষ্ঠী আরেকটি গোষ্ঠীকে আক্রমণ করে এবং তাতে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীও যুক্ত হয়। সংবাদপত্রের স্বাধীনতায় সে নানা কিছু বলবে। কিন্তু সেটা গ্রহণ না করে সংবাদপত্র গুঁড়িয়ে দেওয়াটা আমরা সমর্থন করি না। তিনি বলেন, বিএনপিই প্রথম সংবাদপত্রের স্বাধীনতাকে ১৯৭৫ সালে ওপেন করেছিল। তার আগে বাকশালের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে নস্যাৎ করা হয়েছিল। তাই বলে আমরা ধোয়া তুলসি পাতা নই। কিন্তু, এটা বলতে পারি যে, বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে।

Card image

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ আগের তুলনায় অনেকটাই কমে গেছে‌। ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছর বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর যে দলীয়করণ নীতি চালিয়েছে, গণমাধ্যমও তার বাইরে ছিল না। তিনি বলেন, গণমাধ্যমকে এই ফ্যাসিজমের ভেতর থেকে বের করে আনতে আমাদের সুনির্দিষ্ট রূপরেখা প্রয়োজন। কারণ, বিগত সময়ে মিডিয়া ও ফ্যাসিজমের যে সম্পর্ক ছিল, সেই আধিপত্য থেকে যদি মিডিয়া বের না হয়, তাহলে জুলাই পরবর্তী যে মুক্ত গণমাধ্যমের চিন্তা আমরা করছি, তা নিশ্চিত করা সম্ভব হবে না। আহ্বায়ক বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময়ে গণমাধ্যমে বিভিন্ন ভুল তথ্য প্রকাশিত হতে দেখেছি। এ বিষয়ে গণমাধ্যমগুলোর আরও পেশাদারিত্ব দেখানো প্রয়োজন। আরও বলেন, গণমাধ্যমের মালিকানার বিষয়টি আরও সুস্পষ্ট হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ, অনেক কর্পোরেট মালিক বা একটি গোষ্ঠী গণমাধ্যমকে ব্যবহার করে। ফলে, তাতে গণমানুষের কথা না উঠে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য ধারণ করে।

Card image

আরো নিউজ দেখতে লগইন করুন


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।

analytics