একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে হাজার হাজার রিজার্ভ সদস্যকে সক্রিয় বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এই বাহিনী সরাসরি গাজায় মোতায়েন করা হতে পারে। অথবা অন্যান্য ফ্রন্টে, যমন লেবানন, পশ্চিম তীর ও সিরিয়ার সীমান্তেও পাঠানো হতে পারে। যাতে নিয়মিত বাহিনীকে গাজা আক্রমণে কেন্দ্রীভূত করা যায়। নতুন এই পদক্ষেপের মাধ্যমে গাজায় নতুন আক্রমণ শুরুর প্রস্তুতি চলছে। ইসরাইলি সরকার জানিয়েছে, ২০২৫ সালকে ‘যুদ্ধের বছর’ হিসাবে ঘোষণা করা হয়েছে এবং ৪ লাখ রিজার্ভ সেনাকে ডেকে আনার পরিকল্পনা চলছে। ফলে দেশটির শ্রমবাজারে চাপ বাড়ছে এবং অনেক কর্মী তাদের চাকরি হারাচ্ছেন।
ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, পহেলগাঁওয়ের হামলাটি নরেন্দ্র মোদির পরিকল্পিত একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’। যার উদ্দেশ্য আসন্ন বিহার নির্বাচনে রাজনৈতিক ফায়দা তোলা। বিহারের পাটনায় মোদি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ব্যানার টাঙানো হয়েছে। একজন প্রবীণ ভারতীয় সাংবাদিক প্রশ্ন তুলে বলেছেন, পহেলগাঁওয়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটার মাত্র ৪৫ ঘণ্টার মধ্যে মোদি বিহারে ভোট চাইতে চলে এলেন, এটা কি মানবিক?’ অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেখানকার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। এদিকে পহেলগাঁওয়ে প্রাণঘাতী হামলা নিয়ে ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি।
ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে রোববার ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি পালন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ। বক্তারা সোমবার সারা দেশে সড়ক-মহাসড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন। পূবাইলের এক মসজিদের মাওলানা ইমাম রইস উদ্দিনকে গত রোববার গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের পর পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় একটি মহল। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত কাউকে এ পর্যন্ত গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ হয়ে আলটিমেটাম ঘোষণা করেন তারা।
বরগুনার পাজরাভাঙা গ্রামের এক অসহায় কৃষাণীর মাঠের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা। জানা গেছে, ঢাকায় কর্মরত স্বামী বেল্লাল মিয়ার অনুপস্থিতিতে গৃহবধূ আসমা বেগম নিজেই জমির ধান কেটে ঘরে তুলতে গিয়ে শ্রমিক ও ধান কাটা যন্ত্রের অভাবে বিপাকে পড়েন। মাঠ থেকে সবার ধান তুলে নিলেও তিনি কেটে ঘরে তুলতে পারেননি। তার ধান মাঠে পেকে নষ্ট হচ্ছে। খবর পেয়ে রোববার দুপুর ১২টার দিকে তালতলী উপজেলা কৃষক দল সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর-রশিদ নেতাকর্মীদের নিয়ে তার জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে ঘরে তুলে দেন।
১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার বলেন, আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করা। সেটা যাতে বিলম্বিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব ন্যূনতম একটা ঐকমত্যের জায়গায় এক হওয়া সম্ভব। যা কিছু অসমাপ্ত থাকবে, অনৈক্য থাকবে, পরে সেগুলো সংশোধন করা যাবে। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য এবং দ্বিধাদ্বন্দ্ব থাকা স্বাভাবিক। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্রের উৎকর্ষতা।’ আলী রীয়াজ বলেন, ১৫ মের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হবে।
এপ্রিল মাসে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা। এটি মাস হিসেবে সর্বোচ্চ দ্বিতীয় রেমিট্যান্স বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স। আগের বছরের একই মাসের তুলনায় যা প্রায় ৭১ কোটি ডলার বা ৩৪ দশমিক ৬৪ শতাংশ বেশি। সব মিলিয়ে চলতি অর্থবছরের ১০ মাসে রেমিট্যান্স বেড়েছে ২৮ দশমিক ৩০ শতাংশ। এখন পর্যন্ত কোনো এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে গত মার্চ মাসে। আর তৃতীয় সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার এসেছে গত ডিসেম্বর মাসে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের নামে থাকা লুক্সেমবার্গে কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বিনিয়োগকৃত সম্পদের মূল্য ৪১ লাখ ১৫ হাজার ৪১২ ইউরো। আবেদনে বলা হয়, সামিট গ্রুপ ও তার সহযোগীদের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি এবং অপরাধমূলক প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলছে। তথ্য অনুসারে, লুক্সেমবার্গে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান এবং তার সহযোগীদের নামে এ সম্পদ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এ সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের সঙ্গে বৈঠকের পর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এডিবি জানিয়েছে অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অর্জনে আমরা খুশি। আমরা জানি, আপনারা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করতে চলেছেন। আমরা বাংলাদেশের উন্নয়নের দিকে নজর রাখছি।’ সালেহউদ্দিন উল্লেখ করেন যে, ব্যাংকিং খাত এবং এনবিআর সংস্কারে এডিবি বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। সরকার আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য বাজেট দেবে। আরও বলেন, ‘আমাদের প্রধান বিষয়গুলো হলো ব্যয় কমানো এবং দক্ষতা বৃদ্ধি করা। আমরা আমাদের ব্যয় কমাতে অত্যন্ত সচেতন। আমরা প্রকল্প গ্রহণেও সতর্ক।’
এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। সে ও উপদেষ্টার সাবেক দুই সচিবদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর ব্যবস্থা নিতে দুদকের সামনে গেল সপ্তাহে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। আর দুদক গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে তাদের দুর্নীতির বিষয়ে খোঁজখবর শুরু করে। এবার তাদের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। অভ্যুত্থানের প্রভাব খাটিয়ে সচিবালয়ে প্রবেশের পাস হাতিয়ে নেন তিনি। এরপর নিয়মতি সচিবালয়ে গিয়ে ‘তদবির বাণিজ্য’ করতেন বলে অভিযোগ। এ ছাড়া অভিযোগ রয়েছে, এনসিটিবিতে বই ছাপানোর সময়ও কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন এনসিপি থেকে বহিষ্কৃত তানভীর।
বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, আমরা ভারতের কাছে পানি ছাড়া অন্য কিছু চাই না। আমরা বকসিস চাই না, ভিক্ষা চাই না। আমাদের হিসাবের পাওনা দিতে হবে। আমরা আদায় করে নেব। মির্জা আব্বাস বলেন, পানি কখনো মারণাস্ত্র হতে পারে না। পানি কখনও যুদ্ধের অস্ত্র হতে পারে না। একমাত্র ভারত বিশ্বে দেখিয়ে দিলো, পানি তারা যুদ্ধের ও মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে। এটি অমানবিক আচরণ। আরও বলেন, আমরা অনেক আগেই পানির ন্যায্য হিস্যা পেতাম। যদি হাসিনার মতো একটা সন্ত্রাসী সরকার না আসত। আরও বলেন, আমাদের কাছে ভারতের অনেক কিছু আছে। আমাদের কাছে ভারতের অনেক পোর্ট আছে। মংলা পোর্ট আছে, চট্টগ্রামে আছে। আমরা এগুলোর হিসেব করব। হিসেব করার সময় এসেছে। আমাদের তিস্তার পানি দিতে হবে। ফারাক্কার পানি চাই।
আরো নিউজ দেখতে লগইন করুন।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।