Web Analytics

ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে রোববার ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি পালন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ। বক্তারা সোমবার সারা দেশে সড়ক-মহাসড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন। পূবাইলের এক মসজিদের মাওলানা ইমাম রইস উদ্দিনকে গত রোববার গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের পর পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় একটি মহল। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত কাউকে এ পর্যন্ত গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ হয়ে আলটিমেটাম ঘোষণা করেন তারা।

05 May 25 1NOJOR.COM

ইমাম হত্যার বিচারের দাবি, সারা দেশে সড়ক-মহাসড়ক অবরোধের ঘোষণা

নিউজ সোর্স

ইমাম হত্যার বিচারের দাবি, সারা দেশে সড়ক-মহাসড়ক অবরোধের ঘোষণা

মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে রোববার ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি পালন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ।