জাতিসংঘের বিদায়ী শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বিভাজন ও সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভূ-রাজনৈতিক বিভাজন বিশ্বজুড়ে সংকটকে আরও তীব্র করছে এবং সহিংসতা ও যুদ্ধ থেকে পালিয়ে আসা মানুষের প্রতি বৈরিতা বাড়াচ্ছে। ইউএনএইচসিআরের প্রধান হিসেবে নিজের এক দশকের দায়িত্বকাল স্মরণ করে তিনি বর্তমান পরিস্থিতিকে সবচেয়ে উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
ইতালীয় এই কূটনীতিক বলেন, ভূ-রাজনীতির বিভাজন বহু সংকটের জন্ম দিয়েছে এবং বিশ্ব এখন সংঘাত সমাধানে ব্যর্থ হচ্ছে। তার মতে, শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতা আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যের অভাবকে স্পষ্ট করে তুলছে।
গ্র্যান্ডি সতর্ক করে বলেন, এই বিভাজন কেবল শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে না, বরং বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগও বাড়াচ্ছে, যা বৈশ্বিক সহযোগিতা ও সংহতির প্রয়োজনীয়তাকে আরও জোরালো করছে।