ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাবের জটিল কিছু বিষয়ে মতপার্থক্য কমে এসেছে এবং তারা দ্রুত এগিয়ে যাওয়ার আশাবাদী। যদিও ন্যাটোর ভূমিকা ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার মতো কিছু ইস্যু এখনো বাকি রয়েছে। ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান আন্দ্রি ইয়ারমাকও বলেন, আলোচনা ছিল ফলপ্রসূ এবং তারা ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির দিকে এগোচ্ছে। এর আগে ট্রাম্প ইউক্রেনের অকৃতজ্ঞতার অভিযোগ তোলেন, যার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে প্রকাশ্যে ধন্যবাদ জানান, উল্লেখ করে যে এই সহায়তা ইউক্রেনের প্রাণ বাঁচাচ্ছে।