ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ঘোষণা দিয়েছে যে তারা এবার পহেলা বৈশাখের পরিবর্তে পহেলা অগ্রহায়ণকে নববর্ষ হিসেবে উদযাপন করবে। ‘বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’-এর সহযোগিতায় আগামী ১৬ নভেম্বর চারুকলা অনুষদে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক ইবনে আলী মোহাম্মদ জানান, একসময় পহেলা অগ্রহায়ণেই ‘নবান্ন’ উৎসবের মাধ্যমে নববর্ষ পালিত হত, যা ছিল কৃষিভিত্তিক উৎসব। সম্রাট আকবরের সময় থেকে বৈশাখকে বছরের প্রথম মাস হিসেবে চালু করা হয়। অনুষ্ঠানে থাকবে চারটি পর্ব—চিত্রাঙ্কন, আনন্দযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা ও অতিথি সংবর্ধনা। ডাকসু নেতারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে বাংলার আদি নববর্ষ উদযাপনের ঐতিহ্যের সঙ্গে পুনরায় যুক্ত করা হবে।