Web Analytics
বিভিন্ন দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। শোভাযাত্রা, কোরআন-ফাতেহা পাঠ আর হামদ্-নাতের মাধ্যমে প্রিয় নবীকে স্মরণ করছেন বিশ্ব মুসলিমরা। ঈদে মিলাদুন্নবীতে ইয়েমেনের রাজধানী সানা রূপ নেয় জনসমুদ্রে। এ উপলক্ষে আয়োজন করা হয় শোভাযাত্রা। যাতে অংশ নেন লাখো লাখো মানুষ। পাঠ করা হয় দরূদ এবং নাত। মিলাদুন্নবীর অনুষ্ঠানে আসা একজন বলেন, রাসুল (সা:) সারাজীবন নির্যাতিতদের পক্ষে ছিলেন। ইয়েমেনের মানুষ নির্যাতনের শিকার। তাই তার প্রতি আমাদের এই ভালোবাসা। ৫৭০ খ্রিস্টাব্দের ১২-ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন প্রিয় নবী। আগতরা জানান- মানব জাতিকে সঠিক পথ-প্রদর্শনের জন্য প্রেরণ করা হয়েছিলো তাকে; তিনি গোটা বিশ্বের জন্যেই রহমত। পবিত্র এই দিনটিকে ঘিরে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে তিউনিসিয়াতেও। ঐতিহ্যবাহী বাজনার তালে তালে নাত পরিবেশনের মাধ্যমে বের করা হয় জুলুছ। বিভিন্ন আয়োজন করা হয় ইরাক, ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ অন্যান্য মুসলিম দেশগুলোতেও।

Card image

Related Videos

logo
No data found yet!