চলতি বছরের নভেম্বরে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, মাসের প্রথম ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪.৫ শতাংশ বেশি। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার ৪৭ কোটি টাকা। শুধু ২০ থেকে ২২ নভেম্বরের মধ্যে প্রবাসীরা পাঠিয়েছেন ১২৭ মিলিয়ন ডলার। ধারাবাহিকতা বজায় থাকলে নভেম্বরে মোট রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ১২.২৮৪ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রবাসী আয়ের এই বৃদ্ধি ব্যাংকিং চ্যানেলের উন্নয়ন ও প্রণোদনার ফল।