রমজানে সরকারকে আহ্বান জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, ‘সুদ, ঘুস, জিনা, অশ্লীলতা, পর্ণোগ্ৰাফিও ব্যভিচার প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। রমজানের শুভেচ্ছা জানিয়ে মহাসচিব বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। পাশাপাশি সরকারের প্রতি জনগণের কষ্ট লাঘব এবং রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাসজুড়ে বাজার মনিটরিংয়ের আহ্বান জানান তিনি। এই সময় গাজা সুদানস নিপীড়িত মুসলিম জনতার প্রতি সহমর্মিতা প্রকাশ করে শুভেচ্ছা জানান।