ঢাকা কলেজের শিক্ষার্থীরা ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ আখতারুজ্জামান ইলিয়াস হল সংস্কারের দাবিতে শুক্রবার রাতে মিরপুর–নিউমার্কেট সড়ক অবরোধ করেন। রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই অবরোধে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানান, সকালে ভূমিকম্পের সময় হলটি ভেঙে পড়ার উপক্রম হয়, যা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তারা দীর্ঘদিন ধরে হলটি নতুন করে নির্মাণ বা সংস্কারের দাবি জানিয়ে আসছেন, কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। রাত সাড়ে ১১টার দিকে কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করলে তারা অবরোধ তুলে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয় বলে নিউমার্কেট থানার পুলিশ জানায়।