বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, গত ১৭ বছর স্বৈরাচার সরকার যেভাবে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে ঠিক তেমনিভাবে দেশের ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করে ধ্বংসের পথে নিয়ে গেছে। গত ১৭ বছর ক্রীড়াঙ্গন থেকে আমরা তেমন কিছু অর্জন করতে পারিনি। আমরা দলীয়করণমুক্ত ক্রীড়াঙ্গন হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। গত ১৭ বছর মাদকের করালগ্রাসে আক্রান্ত হওয়া যুব সমাজকে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়তে চাই। তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন- আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে প্রাথমিকের চতুর্থ শ্রেণি থেকেই ফুটবল ও ক্রিকেটসহ খেলাধুলার পাঁচটি ইভেন্টকে বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ একটি জাতি হিসেবে গড়ে তুলতে পারব। একই সঙ্গে ভালো খেলোয়াড় তৈরি হবে। আরো বলেন, খেলাধুলার বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন করতে চাই। এ পরিবর্তনের মাধ্যমে আমাদের তরুণ ও যুব সমাজের যে চিন্তাধারা রয়েছে তার আলোকে গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে এসে খেলাধুলার মাধ্যমে একটি সামাজিক পরিবর্তন আনতে চাই।