বদলাচ্ছে না মঙ্গল শোভাযাত্রার নাম। এমনকি নাম বদল নিয়ে কোনো আলোচনাও হয়নি। যদিও উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আগে মঙ্গলবার বলেছিলেন, সর্বসম্মত হলে নাম পরিবর্তন হতে পারে। এবারের শোভাযাত্রাটি আর বাঙালির একার নয়, বাঙালি, চাকমা, মারমা, গারো, প্রত্যেকের। তাই আমাদের দেখতে হবে আমরা এমন একটা নাম না দেই যেটা শুধু আমাদেরই হয়, ওরা আর অন্তর্ভুক্ত হতে না পারে। আজ তিনিই জানান, মঙ্গল শোভাযাত্রার নাম বদল না হলেও নতুনত্ব থাকছে এবারের বাংলা নববর্ষ উদযাপনে। বর্ষবরণ ঘিরে নেওয়া হয়েছে দুই দিনব্যাপী উৎসব আয়োজনের সিদ্ধান্ত। এবারের প্রতিপাদ্য 'নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান’। বেসরকারি বিদ্যালয়গুলোও অংশ নিবে এবারের শোভাযাত্রায়।