প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে, আমরা সে সুযোগ কাজে লাগাতে চাই।’ তিনি আরো বলেন, পঁচিশে মার্চ মানব সভ্যতার ইতিহাসের কলঙ্কিত দিন। এদিন গণহত্যা শুরু করেছিল পাকবাহিনী। তিনি ৯ মাসের শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করে শ্রদ্ধা জানান। রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের নেওয়া ব্যবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে। রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এই প্রচেষ্টা চলমান থাকবে বলেও জানান তিনি। মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে রাখার জন্য পৃথিবীর সব নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন। জাতিসংঘের রিপোর্ট পড়ে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কীভাবে একজন প্রধানমন্ত্রী নিজ দেশের নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারেন! এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিবের সফরের কথা তুলে ধরেন।