জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান খুঁজছেন—এমন ব্যক্তিদের নাম শিগগিরই প্রকাশ করা হবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের এক মন্তব্য থেকেই এই বিতর্কের সূত্রপাত, যেখানে তিনি অভিযোগ করেন, কিছু উপদেষ্টা নিজেদের স্বার্থে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করছেন। এ বক্তব্যের পর অন্তত পাঁচজন উপদেষ্টা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন—কেউ প্রমাণ চাইছেন, কেউ সমালোচনা করেছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেন, নাহিদ ইসলাম নিজে উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন, তাই তার বক্তব্য অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। এনসিপি নেতাদের অভিযোগ, কিছু উপদেষ্টা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবে কাজ করছেন, যা ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের আদর্শকে ক্ষুণ্ণ করছে। তারা আরও দাবি করেন, আগের সরকারের ‘মাফিয়া মিডিয়া’ এখনো সক্রিয়, যারা ছাত্রনেতাদের লক্ষ্যবস্তু করছে কিন্তু চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে নীরব। বিষয়টি এখন অন্তর্বর্তী সরকারের ভেতরেও বিভাজন সৃষ্টি করছে।