বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে শেখ হাসিনা চাইলে একটা গুলি দিয়েই হত্যা করতে পারতেন। কিন্তু তার লক্ষ্য সেটা ছিল না। তার লক্ষ্য ছিল, বাবার যে লিগ্যাসি আছে, তার যে রাজনীতি আছে সেটি ধ্বংস করে দেওয়া। বাবা যেহেতু একজন ন্যাশনালিস্ট ছিলেন, তার এ চিন্তাধারাকেই হাসিনা ধ্বংস করতে চেয়েছিল। এ আইসিটিটা আসলে আদৌ কোনো কোর্ট নাকি সেটা প্রমাণ করার জন্য আমরা বহু বছর ধরেই লড়াই করে এসেছি, আমরা সক্ষমও হয়েছিলাম। আরও বলেন, আপনারা যখন তৎকালীন আইনমন্ত্রী কিংবা বিচারপতিদের প্রশ্ন করতেন যে- এটি আসলে আন্তর্জাতিক নাকি ডোমেস্টিক কোর্ট। তখন কিন্তু তারা গোলপোস্ট নিয়ে দৌড়াদৌড়ি করতেন। হুম্মাম বলেন, যখন প্রশ্ন করা হতো, এটা বাংলাদেশের আইন মেনে কেন হচ্ছে না তখন বলত, এটা একটা আন্তর্জাতিক আদালত। আবার বিদেশিরা প্রশ্ন করত, আন্তর্জাতিক মানদণ্ড কেন অনুসরণ করা হচ্ছে না। তখন তারা বলত এটা একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল। এ সময় তিনি ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করেন এবং তারা বাবাকে যারা হত্যা করেছে তাদের বিচার দাবি করেন।