রোববার ইসরাইলি জ্বালানিমন্ত্রী এলি কোহেন বলেছেন, গাজায় ‘অবিলম্বে’ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে ইসরাইল। কোহেন বলেন, ‘সব জিম্মিকে বাড়ি ফেরাতে এবং যুদ্ধ শেষে গাজায় যেন হামাস আর না থাকে তা নিশ্চিত করতে আমরা সকল উপায় অবলম্বন করব। এ ঘোষণার পরপরই কোহেন গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের আদেশে স্বাক্ষর করেন। ৭ মার্চ ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরাইল প্রথমে গাজায় পণ্য সরবরাহের প্রবেশ বন্ধ করে শুরু করবে আর পরবর্তী ধাপে বিদ্যুৎ ও পানি বন্ধ করে দেওয়া হবে।