১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর সবাই মেনে নিয়েছে এই কথা বলে তিনি প্রশ্ন করেন, 'দেশটা স্বাধীন হওয়ার পর কেউ কি বলেছে আমরা স্বাধীনতা মানি না, এমন কোনো দলের নাম কেউ জানেন? নাই, সবাই প্রিয় দেশের স্বাধীনতা মেনে নিয়েছে। স্বেচ্ছায় গ্রহণ করেছে।' নারায়ণগঞ্জের জনসভায় তিনি আরো বলেন, দেশকে দুভাগে ভাগ করার সংস্কৃতি গড়ে তুললে জাতি ঐক্যবদ্ধ হতে পারবে না, বিশ্বে দাঁড়াতে পারবে না মর্যাদার সঙ্গে। এই দেশ ১৮ কোটি ফুলের বাগান, ধর্ম বিবেচ্য নয়, সবাই নাগরিক হিসেবে সমান অধিকার পাবে। যারা ৫৪ বছর জাতিকে বিভক্ত করতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারাই আজ দেশ থেকে নিশ্চিহ্ন! এই সময় অস্থিতিশীলতার দায় ফ্যাসিবাদের দোসরদের এবং চব্বিশের চেতনা সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধতার কথা জানান জামাতে ইসলামীর আমির।