দুর্নীতি বন্ধ করে জনগণের জন্য রাজনীতি করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এই সময় তিনি বলেন, সংস্কারের আগে কোনোভাবেই নির্বাচন হবে না। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার বুঝেন শুধু দুর্নীতি আর লুটপাট। এগুলো করে চারবার চ্যাম্পিয়ন করেছেন। আর লীগ পুরো দেশকে ছিদ্র করে পালিয়েছে। এই সময় তিনি আরো বলেন, আপনারা ডামি আন্দোলন করাতে আপনাদের নির্বাচনের আন্দোলনে জনগণ সাড়া দেয় না, অথচ জুলাই আন্দোলনে ছোট ছোট ছাত্রদের ডাকে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে! এই সময় ছাত্রদল হুংকার দিয়ে রাজনীতি করতে পারবে না বলে বিএনপির গণঅভ্যুত্থান পরবর্তী অবস্থান নিয়ে সমালোচনা করেন তিনি।