বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটি। এক বিবৃতিতে জানানো হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত সব তথ্য আনুষ্ঠানিকভাবে জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন। গণমাধ্যমকে যাচাইবাছাইহীন বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও আনুষ্ঠানিক তথ্য জানাতে পারেন বলে জানানো হয়। বিএনপির এই আহ্বান আসে দলের ভাইস চেয়ারম্যানের এক মন্তব্যের পর, যেখানে তিনি খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে উল্লেখ করেন। পরে দলটি জানায়, চিকিৎসকদের সিদ্ধান্তই চূড়ান্ত এবং রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়ার অসুস্থতাকে ব্যবহার না করার আহ্বান জানানো হয়।