শ্রীলংকায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র তাণ্ডবে এখন পর্যন্ত ২১২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং অন্তত ২১৮ জন নিখোঁজ রয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানায়, প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় দুই লাখ মানুষ ১,২৭৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। রাজধানী কলম্বোসহ মধ্যাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেলানি নদীর পানি বেড়ে কলম্বোর উত্তরাঞ্চল প্লাবিত হয়েছে। উদ্ধার তৎপরতায় ২৪ হাজারের বেশি পুলিশ, সেনা ও বিমান বাহিনীর সদস্য অংশ নিচ্ছেন। মাভিল আরু জলাধারের বাঁধ ভেঙে যাওয়ার পর বিমান বাহিনী ১২০ জনেরও বেশি মানুষকে হেলিকপ্টারে সরিয়ে নিয়েছে। আরও প্রায় দুই হাজার মানুষকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কলম্বোতে পানি নামতে আরও একদিন লাগবে, তবে আবহাওয়া বিভাগ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে।