কিশোরগঞ্জ ইটনার হাওরে জলমহাল থেকে মাছ লুটের অভিযোগ উঠেছে পলো শিকারিদের বিরুদ্ধে। জলমহালের ইজারাদার রনজিৎ চন্দ্র দাসের অভিযোগ, এতে তার কোটি টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, আটপাড়া, কেন্দুয়া, মদন ও খালিয়াজুরী এলাকা থেকে ৬০০ থেকে ৭০০ লোক পলো ও লাঠিসোটা নিয়ে দৈলং আফানিয়া জলমহালে নেমে পড়ে। এ সময় জলমহালের লোকজন তাদের বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। মেরে ফেলার ভয়ভীতি দেখানো হয়। ইজারাদার বলেন, মৎস্যজীবী সমবায় সমিতির কাছ থেকে ইজারা নিয়ে প্রায় তিন কোটি ২৫ লাখ টাকা খরচ করে মাছের অভয়াশ্রম তৈরি করেছি। আমাদের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে সব মাছ লুট করে নিয়ে গেছে ওরা। প্রশাসন বলেছে বলেছে, অভিযোগ জানালে ব্যবস্থা নেবে।