নয় মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ আবার শুরু হবে বলে জানিয়েছে সরকার। তবে দ্বীপে রাত্রিযাপন চালুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘদিন পর্যটক যাতায়াত বন্ধ থাকায় দ্বীপের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, বেকার সময় কাটাচ্ছেন জাহাজকর্মীরা। সরকার বলছে, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বীপটিকে স্থানীয় জনগণকে কেন্দ্র করে টেকসই পর্যটনকেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।