Web Analytics
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দলটির জন্য কঠিন পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশ উদার গণতান্ত্রিক শক্তির হাতে থাকবে, নাকি উগ্রপন্থি ও রাষ্ট্রবিরোধী শক্তির কবলে পড়বে।

তিনি বলেন, বিএনপি নির্বাচন চায় এবং জনগণের রায় মেনে নেবে। দলটি ৩১ দফা, তারেক রহমানের ঘোষিত নতুন আট দফা, ফ্যামিলি কার্ড ও ফার্মারস কার্ড কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে চায়। ধানের শীষের বিজয়ই শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা হবে বলে তিনি উল্লেখ করেন। জামায়াত ইসলামীকে সমালোচনা করে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা ঠিক নয়।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপিই প্রথম ভিশন-২০৩০ ও ৩১ দফার মাধ্যমে সংস্কারের ধারণা দেয়, যা দলের নিজস্ব উদ্যোগ। তিনি জাতীয় স্বার্থে ঐকমত্যের গুরুত্বও তুলে ধরেন।

Card image

Related Videos

logo
No data found yet!