বাংলাদেশ-ভারত সীমান্তের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনও কাঁটাতারের বেড়া না থাকার কারণ জানতে চেয়েছেন অভিনেতা ও ভারত লোকসভার তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এবিপি'র খবর থেকে জানা গেছে, দেব বাংলাদেশ-ভারত সীমান্ত প্রসঙ্গে প্রশ্ন জমা দিয়েছেন লোকসভায়। যারমধ্যে ছিল বাংলাদেশ ভারত সীমান্তে কতটুকু জুড়ে কাঁটাতার নেই এবং কেন নেই? এর উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৬৪.৪৮২ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই। এর মধ্যে ১৭৪.৫১৪ কিলোমিটারে বেড়া বসানোর উপায় নেই। কারণ হিসেবে উল্লেখ করেছে, বিজিবির বাঁধা, ভূমি অধিগ্রহণ না করতে পারা, জলাশয়, পাহাড় ধ্বস ইত্যাদি।